Ø বাংলাদেশ পুলিশ, আনসার, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও ক্যাডেট কলেজের চাহিদাকৃত চাল ও গম স্থানীয় খাদ্য গুদাম সমূহ হতে সরকারী নির্দেশনা মোতাবেক সরবরাহ করা হয়।
Ø ওএমএস কার্যক্রমের মাধ্যমে গরীব, অসহায় ও স্বল্প আয়ের মানুষদের মধ্যে চাল ও আটা বাজারের প্রচলিত মূল্য থেকে কিছুটা কম মূল্যে সরকারী নির্দেশনা মোতাবেক ফেয়ার প্রাইস কার্ড ডিলারের মাধ্যমে জেলা/ উপজেলা/পৌরসভা/ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় খাদ্য গুদাম সমূহ হতে চাল ও আটা সরবরাহ করা হয়। এছাড়াও ফেয়ার প্রাইস কার্ড ডিলারের মাধ্যমে ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের মধ্যে স্বল্প মূল্যে চাল, গম ও আটা সরবরাহ করা হয়।
Ø এছাড়া ভিজিডি, ভিজিএফ, এফএফডব্লিউ, টিআর, জিআর ও ময়দা মিলে সরকারী নির্দেশনা মোতাবেক চাল/গম সরবরাহ করে দারিদ্র্য বিমোচনে সহায়তা করা হয়।
Ø খাদ্য বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। প্রতি বছর ৩ (তিন) টি সংগ্রহ মৌসুম যথাক্রমে- বোরো, আমন সংগ্রহ মৌসুমে ধান ও চাল এবং গম সংগ্রহ মৌসুমে স্থানীয়ভাবে জেলা/ উপজেলা পর্যায়ে গম সংগ্রহ করে সরকারের মজুদ গড়া ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস